• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বৈদ্যুতিক বিমান দেখাল নাসা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

নিজেদের প্রথম বৈদ্যুতিক বিমান দেখিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে পরীক্ষামূলক ওই আকাশযানটি এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মরু অঞ্চলে অবস্থিত নাসার এরোনটিকস গবেষণাগারে তৈরি করা হচ্ছে বিমানটি।

এক্স-৫৭ ম্যাক্সওয়েল নামের বিমানটি তৈরির কাজে শুরু হয়েছে ২০১৫ সালে। ইতালি নির্মিত টেকনাম-পি ২০০৬টি টুইন ইঞ্জিন প্রপেলার বিমানের আদলে তৈরি করা হচ্ছে এক্স-৫৭ ম্যাক্সওয়েল। বৈদ্যুতিক বিমানটি বর্তমানে যে অবস্থায় রয়েছে, তাতে পরীক্ষামূলক উড্ডয়নের জন্য আরো অন্তত বছর খানেক অপেক্ষা করতে হবে।

সবমিলিয়ে বড় আকারের ১৪টি বৈদ্যুতিক মোটর বসানো হবে বিমানটিতে। এ রকম দুটি বৈদ্যুতিক মোটর বসানো পরপরই আকাশযানটি দেখানোর সিদ্ধান্ত নেয় নাসা। বিমানটির পাশাপাশি উপস্থিত প্রকৌশলী এবং পাইলটদের ‘বিশেষ সিমুলেশন’ দেখিয়েছে সংস্থাটি।

এক্স-৫৭ ফ্লাইটে ঠিক কেমন অনুভূতি হবে, সেটিই দেখানোর চেষ্টা করা হয়েছে বিশেষ সিমুলেশনে। ব্যক্তি মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠান দীর্ঘ সময় যাবত এ ধরনের বিমান তৈরি করতে চাচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ