• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ব্রিস্টলে পাকিস্তান-শ্রীলঙ্কার লড়াই বিকেলে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ জুন ২০১৯  

বড় হার দিয়ে চলতি বিশ্বকাপ শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচেই পর ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা। আজ শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে উভয় দলই সমান দুই পয়েন্ট নিয়ে মাঠে নামবে। সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াই হবে ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে।

উভয় দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালে সরফরাজ আহমেদের দল পাকিস্তান রীতিমতো উড়ছে! স্বাগতিক ও ওয়ানডের এক নম্বর দল ইংল্যান্ডকে হারিয়ে আত্মাবিশ্বাসের তুঙ্গে রয়েছে তারা। অন্যদিকে, লঙ্কানরাও আফগানিস্তানের বিপক্ষে রমাঞ্চকর জয় তুলে ঘুরে দাঁড়িয়েছে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাওয়া ১৮৬ রানের পুঁজি নিয়ে প্রাণপণ লড়াই করে দারুণ এক জয় তুলে নেয় দিমুথ কারুনারত্নের দল।

এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি এবারে মুখোমুখি হচ্ছে একে অপরের। সমান ২ পয়েন্ট করে থাকলেও ভালো নেট রানরেটের কারণে পয়েন্ট টেবিলে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

তবে এই বিশ্বকাপে আপাতত এগিয়ে থাকলেও বিশ্বকাপ ইতিহাসের পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে আছে পাকিস্তান। এর আগের ১১টি বিশ্বকাপ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান। আর এর সবকটিতেই জয় পেয়েছে তারা। অর্থাৎ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ের হার শতভাগ। বিশ্বের আর কোনো দলই নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে টানা ৭ ম্যাচ জেতেনি।

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে অষ্টম লড়াইয়ে নামার আগে, এ পরিসংখ্যান পাকিস্তানকে অবশ্যই বাড়তি সাহস দেবে। তবে লঙ্কান ক্রিকেটাররাও তাদের লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে আছে। আগের ৭ বার না হলেও এবার হতেও পারে এমন ভাবনা নিয়েই মাঠে নামবে লঙ্কানরা। এশিয়ার এ দু দলের সমান্তরাল লড়াই আশা করছে ক্রিকেটপ্রেমীরা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ