• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিজয় দিবসে জাতীয় পতাকার পেছনের গল্প জানালেন মুশফিক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

আজ ১৬ ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে ঠিক ৪৮ বছর আগে বিজয় পেয়েছে বাংলাদেশ। আত্মপ্রকাশ করেছে স্বাধীন-সার্বভৌম ভূখণ্ড হিসেবে। সারা দেশে নানান আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে আজকের দিনটি।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার কারণে মাঠের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। তবু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তারা। নিজেদের ফেসবুক পেজে আলাদা আলাদা বার্তায় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, এনামুল, রুবেলরা।

এদের মধ্যে মুশফিকুর রহীম আবার ভিন্ন পন্থা বেছে নিয়েছেন। সবাইকে বিজয়ের দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকার পেছনের গল্প জানিয়েছেন মুশফিক।

তিনি লিখেছেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের অনেকেই হয়তো আমাদের নিজস্ব লাল-সবুজ পতাকাটির পেছনের গল্প সম্পর্কে জানি না। এই বছর আমি এটা সবাইকে জানাতে চাই।

সবুজের মাঝে লাল বৃত্তটা খানিক বাঁ দিকে সরিয়ে রাখা হয়েছে, যাতে করে পতাকা ওড়ার সময় এটিকে মাঝামাঝি মনে হয়। এটা বাংলার উদীয়মান সবুজ সূর্য এবং ১৯৭১ সালে আমাদের সূর্যসন্তানদের প্রতীকী বার্তা বহন করে। সবুজ রং দিয়ে বাংলাদেশের সবুজ-শ্যামল ভূমির কথা বোঝানো হয়।

আমরা এই পতাকাটা বহন করি গর্বের সঙ্গে। ১৬ ডিসেম্বর- এদিনের পাওয়া বিজয়ের আমাদের আরও অনেক বিজয়ের দরজা খুলে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও স্যালুট। আপনাদের কখনো ভুলবো না।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ