• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতি ও আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রাজধানীতে বাজার তদারকি অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর নিউ মার্কেট বাজার, পলাশী বাজার ও হাতিরপুল বাজারে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এসব অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক আতিয়া সুলতানা, মো. মাসুম আরেফিন ও সহকারী পরিচালক ইন্দ্রানী রায়।

অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে পণ্যের দাম বেশি নেওয়ায় পলাশী বাজারে চাঁদপুর স্টোর, হাতিরপুল বাজারের মাসুদ স্টোর, মায়ের দোয়া স্টোর ও মোজাম্মেল স্টোরকে জরিমানা করা হয়।

এসময় প্রধান কার্যালয়ের উপপরিচালক আতিয়া সুলতানা সামাজিক দূরত্ব বজায় রেখে ভোক্তা এবং ব্যবসায়ীদের পণ্য ক্রয়-বিক্রয় করার জন্য অনুরোধ করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অহেতুক বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ