• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শতভাগ পাস ৪৭৬৯ স্কুলে, ফেল ৪৩ স্কুলে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮  

 অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৪৩  প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। এর মধ্যে জেএসসিতে ২০টি প্রতিষ্ঠানের এবং জেডিসিতে ২৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।
গত বছর এই সংখ্যা ছিল ৫৯টি। ফলে এ বছর শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৬টি।
এ ছাড়া জেএসসি ও জেডিসি মিলে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৭৬৯টি। গত বছর এই সংখ্যা ছিল ৫ হাজার ২৭৯টি। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে ৫১০টি।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার (২৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
গত ১ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে সারা দেশে একযোগে শুরু হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসা শিক্ষার্থীদের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। ১ নভেম্বর শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলে জেএসসি পরীক্ষা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ