• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে তীব্র শীতের সাথে বৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪  

গোপালগঞ্জে তীব্র শীতের সাথে বৃষ্টি হওয়ায় জনজীবন বিপযর্স্ত হয়ে পড়েছে। ভোর থেকে বৃষ্টি আর ঠাণ্ডা বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। তাপমাত্রা খুব একটা নিচে না নামলেও কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

আজ বৃহস্পতিবার(১৮জানুয়ারী)ভোর থেকে বাড়ে শীতের তীব্রতা। এর মধ্যে ভোর ৭ টা থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। এতে বিপযর্স্ত হয়ে পড়েছে জনজীবন। তবে সবচেয়ে বেশি অসুবিধার শিকার হয়েছে দিন মজুরেরা ।

একদিকে, শীত আর অন্যদিকে বৃষ্টি হওয়ায় কাজে বের হতে পারেনি তারা। কোথাও সূর্যের মুখ দেখা না গেলেও ঠাণ্ডা বাতাস কাঁপিয়ে তুলছে ছিন্নমূল মানুষ গুলোকে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুর্বিষহ দিন পার করছেন তারা। আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। আর সকল ৯টা পর্যন্ত জেলায় ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ