• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের কার্যক্রম শুরু 

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৪  

গোপালগঞ্জে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) আঞ্চলিক গবেষণা কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে।  গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসাপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিএমআরসির আঞ্চলিক কেন্দ্রটি  ৩দিন ব্যাপী চিকিৎসকদের রিসার্স ম্যথডলজি ট্রেনিং প্রদান  করে এ অঞ্চলে চিকিৎসা  গবেষণার কার্যক্রমের সূচনা হয়েছে। গত শনিবার ৩ ফেব্রুয়ারিএ ট্রেনিং শুরু হয়।  সোমবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ ট্রেনিং সমাপ্ত হয়।
সামপনী আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী। এতে ২১ জন সিনিয়র চিকিৎসক অংশ নেন। দেশের  খ্যাতনামা চিকিৎসকরা প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।  
চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী বলেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) প্রথম ও একমাত্র আঞ্চলিক প্রতিষ্ঠান।  গোপালগঞ্জ  শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসাপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিএমআরসির আঞ্চলিক কেন্দ্রেটি খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের  একটি অংশ অর্থাৎ পদ্মার এ পাড়ের  জন্য গবেষণা কার্যক্রম শুরু করেছে। গত শনিবার থেকে আমরা এখানে ৩দিনের রিসার্স ম্যথডলজি ট্রেনিং শুরু করি। সোমবার দিন শেষে এ ট্রেনিং কার্যক্রম শেষ হয়। আমরা এখানে ট্রেনিংএ গবেষণায় আগ্রহী সিনিয়র পর্যায়ের চিকিৎসকদের নিয়ে এসেছিলাম।  তাদের ট্রেনিং সফলভাবে সমাপ্ত হয়েছে। আমরা আশাকরি আমাদের এ  বিএমআরসির আঞ্চলিক কেন্দ্রেটি চিকিৎসা গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।  চিকিৎসকদের গবেষণায় সাফল্য আসবে। ভবিষ্যতে এ কেন্দ্রটিকে মডেল ধরে দেশে আরো আঞ্চলিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় চিকিৎসা গবেষণার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। চিকিৎসকদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করার কথা তিনি সব সময় বলছেন। এ ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রধানমন্ত্রীর আশা আমরা পূরণ করতে সক্ষম হব। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ