• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

 গোপালগঞ্জে ভার্মিকম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী সংক্রান্ত উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিনার মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. আজিজুল হক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু।
গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ, কামরুন নাহার ও সৌরভ অধিকারী।
প্রশিক্ষণে গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানী উপজেলার ৩০ জন উদ্যোক্তা ও কৃষক অংশ নিয়েছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ