• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে জাতীয় গণহত্যা দিবস পালিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪  

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জের সদর উপজেলা পরিষদ সংলগ্ন জয়বাংলা পুকুর বধ্যভূমির শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ সোমবার(২৫মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের নেতৃত্বে এবং জেলার পর্যায়ের কর্মকর্তাগন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে ৭১-এর ২৫ শে মার্চ গণহত্যায় বীর শহীদরে আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালনসহ দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মুন্সী আতিয়ার রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ