• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শার্শা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ প্রার্থী জয়ী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

৫ম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে যশোরের শার্শা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান পদে মেহেদী হাসান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌস নির্বাচিত হয়েছেন।

বুধবার সকালে রিটার্নিং অফিসার যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, শার্শা উপজেলা থেকে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাই উপজেলা নির্বাচন বিধিমালা ২০১৩ এর ২৪ ধারা অনুযায়ী অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ও তাদের মনোনয়ন পত্র বৈধ হওয়ায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আগামী ৩১ মার্চ শার্শা উপজেলায় ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল হক মঞ্জু বলেন, যোগ্যতার বিচারে ও আমাকে ভালোবেসে আর কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাই আমাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মানে আমার দায়িত্ব বেড়ে যাওয়া। তাই সবার সহযোগিতা নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাবো।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ