• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

৯৯৯ কল পেয়ে বঙ্গোপসাগরে ৪ দিন ভাসতে থাকা ১২ জেলে উদ্ধার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪  

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন যাবত ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করলো মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। শনিবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে দুই স্টেশনের সদস্যরা তাদের অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করে। 
কোস্ট গার্ড জানায়, সন্ধ্যার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে একটি ফোন থেকে জানা যায়, গত ৫ মার্চ পাথরঘাটা থেকে হানিফ মুন্সি নামক একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরবর্তীতে গত ১৯ মার্চ রাতে বোটের ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে। এমন খবরে ফিশিং বোটের মাঝি মাসুম মৌলভীর মোবাইল নম্বর ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত হয় কোস্ট গার্ড । 

গতকাল সন্ধ্যার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশনস্) লেঃ কমান্ডার তারেক আহাম্মেদ-এর নির্দেশনা বাহিনীর স্টেশন দুবলা এবং কচিখালী থেকে দু’টি উদ্ধারকারী দল সাগর থেকে ভাসমান অবস্থায় ওই ১২ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে খাবারসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করে দুবলা স্টেশনে রাখা হয়েছে জেলেদেরকে। এরা হচ্ছে মাঝি মাসুদ মৌলভী, আব্দুর রহিম, নিজাম উদ্দিন, হানিফা, আমির হোসেন, মেহেদী, ও মোসারেফসহ ১২ জেলে। তারা সকলেই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। সাগর থেকে জেলেদের উদ্ধারের পর পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের জেলে মহাজনের মাধ্যমে তাদের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। আজ রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় কোস্ট গার্ডের অপারেশ কর্মকর্তা। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ