• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩  

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সকল ধরনের সভা সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ আজ বুধবার এই নির্দেশনা দেন। 

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল, ফাহমিদা নাসরিনসহ বিএনপির সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদন শুনানির জন্য আগামী ১৯ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

বিএনপিপন্থী ৭ আইনজীবীর আদালত অবমাননার শুনানি ১৯ অক্টোবরবিএনপিপন্থী ৭ আইনজীবীর আদালত অবমাননার শুনানি ১৯ অক্টোবর মঙ্গলবার আওয়ামীপন্থী আইনজীবী নাহিদ সুলতানা যুঁথি সাতজনের বিরুদ্ধে এ অবমাননার অভিযোগটি প্রধান বিচারপতির কাছে জমা দেন। পরে তা আজ শুনানির জন্য কার্যতালিকায় আসে।

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম নিজেদের সংবিধানের আলোকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে দাবি করেন। এর পরই বিএনপির আইনজীবীরা আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

এদিকে বিএনপিপন্থী আইনজীবীরা দুপুর একটায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ