• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চাঁদ রাতে ফুল চুরি করতাম: সুমি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ জুন ২০১৯  

চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার শারমীন সুলতানা সুমি। ঈদ উপলক্ষে আলাপকালে জানান, তিনি ঢাকাতেই ঈদুল ফিতর উদযাপন করেছেন। ছোটবেলার ঈদ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এই সংগীতশিল্পী বলেন, ‘আমরা খুলনার খালিশপুরে দৌলতপুর জুট মিলের আবাসিক ভবনে থাকতাম। সেখানে অনেকগুলো পরিবার বাস করত। ঈদের দিন অনেকে দোকান দিতো। দোকানের জিনিসগুলো পরিচিতদের কাছে বিক্রি করা হতো। এই স্মৃতিগুলো এখনো অনেক আনন্দ দেয়।’

তিনি আরো বলেন, ‘ঈদের দিন সাত চুন্নি, ক্রিকেট, ফুটবল খেলতাম। বর্ষার সিজনে কাদার মধ্যে ফুটবল খেলতে আমার খুব ভালো লাগত। খুব উপভোগ করতাম। ঈদে হাতে মেহেদি দেয়ার রীতি নতুন নয়। আমরাও দিতাম, তবে আম্মা গাছ থেকে মেহেদি পাতার  ব্যবস্থা করে দিতেন। আর ঈদের আগের রাতে ফুল চুরি করাটা আমাদের আনন্দের অন্য একটি অংশ ছিল।’

এক প্রশ্নের জবাবে সুমি বলেন, ‘সারা জীবন যে বাংলাদেশ দেখে এসেছি, সেই বাংলাদেশই দেখতে চাই। আমাদের দেশ সম্প্রীতির দেশ। সবাই মিলে একসঙ্গে ঈদ করি, একে অপরের বাড়ি যাই— এই যে সম্প্রীতি, ভালোবাসার জায়গা- এটা বজায় থাকুক। আর চিরকুট ব্যান্ডের ভক্তদের জানাই ঈদ মোবারক। সবাই সুস্থভাবে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করুন এবং হাসি মুখে আবার ঢাকা ফিরে আসুন এটুকুই প্রত্যাশা।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ