• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘বসন্ত ভালোবাসায় খুশির উৎসব’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

বসন্ত উদযাপন ও ভালোবাসা দিবস উপলক্ষে ‘বসন্ত ভালোবাসায় খুশির উৎসব’ শিরোনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী জমজমাট কনসার্ট।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বেলা তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টে গাইবেন শাওন গানওয়ালা ও নাদিয়া ডোরা।

আগামীকাল ভালোবাসা দিবসের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আউটডোরে (ডাস চত্বর) বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে কনসার্ট। পারফর্ম করবে ব্যান্ডদল ব্ল্যাক, এভোয়েড রাফা, জোডিয়াক, অর্জন, দুর্গ ও শহরবন্দি। এছাড়াও এদিন ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টায় গাইবেন চিরকুট ব্যান্ড, শাওন গানওয়ালা, ধ্রুব ও নাঈম। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে একই সময়ে গাইবে ব্যান্ডদল লালন, প্রাচীর ও ক্যাম্পাসের অন্যান্য ব্যান্ডদল। এছাড়া খুলনার কুয়েট মুক্তমঞ্চে একই সময়ে অনুষ্ঠিত মুক্ত কনসার্টে গাইবে ব্যান্ডদল ভাইকিংস, প্রতিচ্ছবি ও অনিক।

ব্যান্ডদল চিরকুটের সদস্য শারমিন সুলতানা সুমি বলেন, ‘আমরা অত্যন্ত আগ্রহের সাথে ‘বসন্ত ভালোবাসায় খুশির উত্সবের’ জন্য অপেক্ষা করছি। দেশের সব প্রান্তের মানুষ আনন্দের সাথে বসন্তের আগমন ও ভালোবাসা দিবস উদযাপন করে। বিশেষ এই সময়ে শ্রোতাদের জন্য সঙ্গীত পরিবেশন করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি ব্যাপার।’

এ আয়োজনের বিষয়ে বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং বলেন, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপন করতে বাংলালিংক-এর পক্ষ থেকে তরুণদের জন্য এই আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশা করছি, উত্সবে অংশগ্রহণকারীদের জন্য এটি একটি অত্যন্ত উপভোগ্য অভিজ্ঞতা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ