• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যেভাবে সবার সেরা হলেন ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত শাকিরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০  

২০২০ সাল; হয়তোবা অনেকে জীবন থেকেই ভুলে যেতে চাইবেন বছরটি। করোনার ভয়াল থাবায় প্রায় পুরো বছরটাই যেন ঘরবন্দি হয়ে রইলো সারা দুনিয়া। গানের দুনিয়া থেকে শুরু করে সিনেমা, সব জায়গায়ই ক্ষত-বিক্ষত হিসাব-নিকেশ।

ঘরবন্দির এই সময়ও পৃথিবীর এক নম্বর সার্চ ইঞ্জিন গুগলের ট্রেন্ডিং লিস্টে ১ নম্বরে জায়গা করে নিয়েছেন আলোচিত সংগীতশিল্পী শাকিরা।

বছর শেষে গুগলের এক সমীক্ষায় দেখা গেছে, এ বছরের আলোচিত সংগীতশিল্পীদের মধ্যে গুগলের প্রথম স্থান অধিকার করেছেন ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা। তালিকাটিতে তারপরের অবস্থান করছেন আগস্ট আলসিনা, অ্যাডেলে, দোজা ক্যাট, গ্রিমস, ভ্যান হ্যালেন, লিজো, তামার ব্র্যাকটন, কোয়ান্ডো রন্ডো এবং টরি লেনেজের মতো তারকারা।

সংগীতশিল্পী হিসেবে নন, বছরের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব হিসেবেও গুগল সার্চে ৭ম স্থান দখল করে নিয়েছেন তিনি। দুটি তালিকায়ই একমাত্র কলম্বিয়ান হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এই গায়িকা জীবনে অনেক সাফল্যই পেয়েছেন। জিতেছেন দুবার গ্র্যামি পুরস্কার, সাতবার ল্যাটিন গ্র্যামি পুরস্কার। শুধু তাই নয়, গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। বিএমআইয়ের তথ্যানুসারে, তিনি কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রিত শিল্পী এবং ব্যবসায়িকভাবে সফল দ্বিতীয় লাতিন অ্যামেরিকান নারী শিল্পী। যার অ্যালবাম বিশ্বব্যাপী পাঁচ কোটি কপি বিক্রি হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ