• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নারীদের অধিকারের কথা বলবে ‘যদি একদিন’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

বিশ্ব নারী দিবস উপলক্ষে ৮ মার্চ মুক্তি পাচ্ছে গায়ক ও অভিনেতা তাহসান খান অভিনীত প্রথম সিনেমা ‘যদি একদিন’। ছবিটি নির্মাণ করছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে তাহসানের সাথে জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। এ ছাড়াও গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঢাকা অ্যাটাক খ্যাত অভিনেতা তাসকিন রহমান।

নারী দিবসে সিনেমাটি মুক্তি নিয়ে প্রচারণাও চালিয়েছেন তাহসান খান। এফডিসিতে পরিচালক-প্রযোজক, নায়ক ও সিনেমার সাথে সংশ্লিষ্টসহ সকলে মিলে সিনেমাটির প্রচারণাও চালিয়েছেন। মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘যদি একদিন’ নিয়ে বেশ উচ্ছ্বসিত গায়ক-নায়ক তাহসান খান। এ বিষয়ে তিনি আমাদের সময় ডট কমের সাথে আলাচারিতাও করেন।

তাহসান খান আমাদের সময় ডট কমকে বলেন, ‘ছবিতে আমাকে ফয়সাল চরিত্রে দেখা যাবে। আমার চরিত্রটা একদম ভিন্ন, যা দর্শকরা সিনেমা শুরু থেকে না দেখলে বুঝতে পারবেন না। প্রতিটা সিক্যুয়েন্সে গল্পের ভিন্ন ভিন্ন ধারা ব্যতিক্রম করে সাজিয়েছেন নির্মাতা। ছবির গল্পে রোমান্টিক অ্যাকশন সবকিছুই দর্শক দেখতে পাবেন। বিশেষ করে শ্রাবন্তী ও তাসকিন অসাধারণ অভিনয় করেছেন। আর ছবিটি নারীদের অধিকার আদায়ের বিশেষ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আশাকরি সিনেমাটি দর্শকরা বেশ উপভোগ করবেন।’

বড় পর্দায় অভিনয়ের বিষয়ে তাহসান জানান, বড় পর্দায় অভিনয়ের জন্য অনেকদিন ধরেই ভালো স্ক্রিপ্ট খুঁজছিলাম। অনেকদিন পরই ‘যদি একদিন’ সিনেমার গল্পটা বেশ ভালো লেগেছে। তাই এই ছবিতে কাজ করা আমার। গল্প আর নিজের অভিনয়ের সাথে এই ছবির বেশকিছু মিলে যাওয়ায় আমি ছবিটিতে কাজ করি। সবশেষে বলতে চাই সিনেমাটি দর্শকরা বেশ উপভোগ করবেন।

নির্মাতা রাজ বলেন, সিনেমাটি মার্চের ৮ তারিখে শুভ মুক্তি পাচ্ছে। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদি। দর্শকদের জন্য আমি সবসময় ভিন্ন ধরণের সিনেমা নির্মাণ করি। গল্পের মাধ্যমে দর্শকদের যে ম্যাসেজ দেওয়া হয় সেটা আমার এই ছবিতে আছে। বলতে গেলে বর্তমান সময় দর্শকদের হলে ধরে রাখার জন্য আমি অনেক রিসার্চ করে সিনেমা নির্মাণ করি। এ ছবির গল্প অনেক সুন্দর আর সেই সাথে অভিনয় শিল্পীরা দারুণ অভিনয় করেছেন। দর্শকরা অবশ্যই সিনেমাটি দেখে মুগ্ধ হবেন।

নারী দিবসে সিনেমাটি মুক্তি পাচ্ছে, নারীদের নিয়ে কী বিশেষ কোনও ম্যাসেজ আছে? জানতে চাইলে তিনি বলেন, নারী পুরুষের সমঅধিকারেই পৃথিবী সমানতালে এগিয়ে যাচ্ছে। নারী-পুরুষের সমান অধিকার নিয়ে কাজ করতে সবার ভালো লাগে,তাই নারীদেরও কথা এই সিনেমায় ফুটিয়ে ওঠবে। নারীদের অধিকারের কথা বলবে যদি একদিন।

বেঙ্গল মাল্টিমিডায়া লিমেটেড প্রযেজিত সিনেমা ‘যদি একদিন’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম সিনেমা। ‘এর আগে তিনি ‘প্রজাপতি’, ‘ছায়াছবি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’ নামে সিনেমা নির্মাণ করেন।

‘যদি একদিন’ ছবিতে তাহসান, শ্রাবন্তী ও তাসকিন ছাড়াও আরো অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, আফরীন শিখা রাইসাসহ অনেকে।

 

 

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ