• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ জুন ২০১৯  

অবশেষে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (৭ জুন) সকালে এক বিবৃতিতে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিবিসি জানায়, নতুন দলীয় প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত থেরেসা মে'ই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তীকালীন দলীয় প্রধান হিসেবেও।

আগামী ১৩ থেকে ২০ জুন কয়েকটি ধাপে ওই নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর, আগামী ২২ জুলাই, কনজারভেটিভ পার্টির নতুন প্রধানের নাম ঘোষণা করা হবে। 

এর আগে, গেল মাসে ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ