• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার উত্তাল দিল্লি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

ভারতে নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে এবার পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্র হয়েছে রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চল। স্থানীয় সময় রোববার বিকেলে জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর ও অন্তত তিন বাসে আগুন দিরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

রাজধানী দিল্লির বিলাসবহুল আবাসিক এলাকা নিউ ফ্রেন্ডস কলোনির আশেপাশে সহিংসতা ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশ ওখলা আন্ডারপাস থেকে সারিতা বিহার পর্যন্ত যান চলাচল আটকে দেয়। বিক্ষোভকারীরা নিউ ফ্রেন্ডস কলোনির বিপরীত পাশে দিল্লি-মথুরা সড়ক অবরোধ করে।

দিল্লি পুলিশ জানিয়েছে, তারা প্রথমে বিক্ষোভকারীদের সংখ্যা ভুল অনুমান করেছিল। তাদের ধারণা ছিল ১০০ থেকে ২০০ বিক্ষোভকারী হতে পারে। তবে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। এদের মধ্যে শিক্ষার্থী ও সাধারণ মানুষও ছিল।

মিরান হায়দার নামে এক শিক্ষার্থী অভিযোগ করেছেন, তাদের মিছিল শান্তিপূর্ণ ছিল। পুলিশই প্রথম দুর্ব্যবহার করে ও লাঠিচার্জ শুরু করে।

প্রসঙ্গত, বুধবার রাতে ভারতের রাজ্যসভায় নাগরিকত্ব (সংশোধনী) আইন পাস হয়। এতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার বিধান রাখা হয়েছে। এর প্রতিবাদে ওই দিনই আসাম বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে মেঘালয় ও পশ্চিবঙ্গে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ