• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

`জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শিশুদের রক্ষায় ব্যর্থ বিশ্ব`

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে শিশুদের স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে বিভিন্ন দেশের সরকার।

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শিশুদের রক্ষা করার জন্য বিশ্বের কোনো দেশই যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। বিশ্বস্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও দ্যা লেনসেট বুধবার এক যৌথ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে শিশুদের বিকাশের জন্য অত্যাবশ্যক একটি স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে। ফলে বিশ্বের প্রত্যেক শিশুর ভবিষ্যত ঝুঁকির মধ্যে রয়েছে বলেও সতর্ক করা হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও জানানো হয়, জলবায়ু পরিবর্তন, পরিবেশের বাস্তুসংস্থানের ক্ষয়, অভিবাসী জনসংখ্যা, সংঘাত, ব্যাপক বৈষম্য এবং ভোগবাদি অর্থনৈতিক পদ্ধতি প্রত্যেক দেশের শিশুর স্বাস্থ্য ও ভবিষ্যতকে হুমকিতে ফেলেছে।

বিশ্বের ৪০ জনের বেশি কিশোর স্বাস্থ্য বিশেষজ্ঞের সমন্বয়ে প্রতিবেদনটি তৈনি করা হয়।

বিশ্বের কিছু উন্নত দেশের শিশুরা একটি সুন্দর জীবন যাপনের সুযোগ পেলেও সেইসব দেশগুলোই আবার নির্বিচারে কার্বন নিঃসরণ করে বিশ্বের সকল দেশের শিশুদের ভবিষ্যতকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ