• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘আমি নাকি অপয়া’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯  

বর্তমানে বলিউডের আলোচিত মুখ তাপসী পান্নু। ২০১৬ সালে ‘পিঙ্ক’ ছবি দিয়ে বলিউডে তার যাত্রা শুরু। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। দর্শক প্রশংসায় ভাসতে থাকেন। এর পর একে একে ‘মুল্ক’, ‘বদলা’সহ বেশ কিছু হিট ছবি দিয়েছেন তিনি। বলিউডে আসার আগে কিছুদিন দক্ষিণী ছবির জগতে কাজ করেছিলেন। সেই ছবিগুলো খুব একটা সফল হয়নি। আর সেজন্য আপত্তিজনক কথা শুনতে হয়েছিল তাকে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাপসী বলেন,  যে ছবিগুলো ভালো চলেনি, সেগুলো অনেকটা যুদ্ধেও ক্ষতের মতো যার জন্য প্রত্যেকেরই গর্ব হয়। তেমন ক্ষত আমারও রয়েছে। আমি সব সময় মনে করি  কোনও কিছু যদি তোমাকে মেরে না ফেলতে পারে, তবে সেটা তোমার শক্তি বাড়াবে। তাপসী আরো বলেন, প্রযোজকরা আমাকে ছবিতে নিতে ভয়  পেতেন। কারণ তাদের  মনে হতো আমার পাঁচটা সিন আর দুটো গানের সিকোয়েন্স তাদের ছবির সাফল্যে অনেক বড় প্রভাব ফেলত। কারণ আমি নাকি অপয়া। এই কথাগুলো শোনা খুবই কষ্টকর ছিল। তাপসী ব্যর্থতা নিয়ে নিরুৎসাহিত হননি। তিনি আশা ছাড়েননি। আর এজন্যই নিজেকে প্রমাণ করতে  পেরেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের  ছবি ‘মিশন মঙ্গল’। ভারতজুড়ে ভালো সাড়া ফেলেছে তাপসী অভিনীত এ ছবি। এতে আরো রযেছেন  বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা ও অক্ষয় কুমার। ‘মিশন মঙ্গল’-এর পরে তাপসীর হাতে আছে ‘ষান্ড কি আঁখ’, ‘তড়কা’ ও ‘থাপ্পড়’।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ