• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মেছতা হলে করণীয়

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

মেছতা বেশ প্রচলিত সমস্যা। এর পেছনে বিশেষ কারণ থাকতে পারে। তবে এটি প্রধানত হরমোনের কারণে বেশি হয়। প্রোজেস্টেরন হরমোনের প্রভাব শরীরে বেশি হলেই মেছতা সমস্যা দেখা দেয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে ইডিওপেথিক।

দেখা যায়, নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে মেছতা প্রতিরোধের তেমন কোনো উপায় নেই। কিছু কিছু রোগ আছে যা আগে থেকে প্রতিরোধ করা সম্ভব নয়। এ ধরনের চর্মরোগ কারও হয়ে থাকলে চিকিৎসা নিতে হবে। তবে প্রাথমিকভাবে কেউ চিকিৎসকের পরামর্শ নিলে এটি তোলা সম্ভব হতে পারে।

গালে একটু বাদামি রঙের দাগ পড়ছে, হালকা হালকা বা খয়েরি রঙের দাগ দেখা যাচ্ছে এমন হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারও পরামর্শে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার না করা ভালো।

চিকিৎসকের পরামর্শ নিলে মেছতা নির্মূল করা সম্ভব। সেটি অনেক বেশি সহজ হবে। তাই সমস্যা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন, সুস্থ থাকুন।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ