• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কলাপাড়ায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার, আটক ১

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯  

পটুয়াখালী: পটুয়াখালী কলাপাড়া উপজেলা নীলগঞ্জ ইউনিয়নে এক মানসিক ভারসাম্যহীন নারী (৩০) ধর্ষণের অভিযোগে কবির শিকদার (৫৫) নামে এক অটোরিকশা চালককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী।

 

এ ঘটনায় সোমবার (১৯ জুলাই) কলাপাড়া থানায় মিজানুর রহমান মিলন মৃধা নামে এক ব্যক্তি বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। এরআগে রোববার (১৪ জুলাই) দিনগত মধ্যরাতে ওই ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে।

এদিকে দায়ের হওয়া মামলায় ওই ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে পাঠিয়েছে। পাশাপাশি নির্যাতনের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার-নিরীক্ষার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পাখিমারা বাজারে মানসিক ভারসাম্যহীন ওই নারী একটি দোকানের পেছনে ঘুমিয়ে থাকা অবস্থায় নীলগঞ্জের নাওভাঙ্গা গ্রামের তিন সন্তানের জনক কবির শিকদার জোর করে ধর্ষণ করেন। এসময় ওই নারী চিৎকারে পার্শ্ববর্তী দোকানদার ও গ্রামবাসীরা এগিয়ে এসে কবিরকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবিরকে আটক করে থানায় নিয়ে যায়।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় নীলগঞ্জ ইউনিয়নের উত্তর গৈয়াতলা গ্রামের মিজানুর রহমান মিলন মৃধা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ