• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

হবিগঞ্জে ৩১ বার তোপধ্বনি দিয়ে বিজয় দিবসের সূচনা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

হবিগঞ্জ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। আজ সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর হবিগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ প্রশাসন মোহাম্মদ উল্ল্যা ও মুক্তিযোদ্ধারা। 

ছাড়াও হবিগঞ্জ প্রেসক্লাব, হবিগঞ্জ টিভি জার্নলিস্ট এসোসিয়েশন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীলা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর সকাল সাড়ে ৮টায় স্থানীয় জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

কুচকাওয়াজ শেষে কুচকাওয়াজের অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ