• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ২ দালাল আটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০  

কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়ার সদস্যরা। এসময় দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়। রবিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলীর ও দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক রফিক উদ্দিন খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, কুষ্টিয়া শহরতলীর উদিবাড়ী এলাকার দিরাজ উদ্দিনের ছেলে মোঃ দুলাল (৩৯), পুর্ব মজমপুর এলাকার শেখ নুরুল আমিনের ছেলে মনিরুজ্জামান (৩৫)। দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক রফিক উদ্দিন খান বলেন, কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে সেবা গ্রহণকারীদের কাছ থেকে সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় দালাল চক্রের দুই সদস্যকে আটক করি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী জানান, দণ্ডবিধির ১৮৮ ধারায় মনিরুজ্জামানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা এবং একই ধারায় মোঃ দুলালকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের সহযোগিতায় সাজাপ্রপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ