• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জাতির পিতার প্রতি পরিবেশ সচিবের শ্রদ্ধা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০  

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব জিয়াউল হাসান। রোববার বিকেলে বঙ্গবন্ধু ভবনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের, '৭৫ এর ১৫ আগস্ট শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পাঠ ও মোনাজাত করেন।

মোনাজাত শেষে পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন। এর আগে শ‌নিবার তিনি টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো বিল্লাল হোসেন, ড. এস. এম. মনজুরুল হান্নান, আলমগীর মুহম্মদ মনসুরউল আলম, মাহমুদ হাসান ও মো. মিজানুল হক চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেন জিয়াউল হাসান। এর আগে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ