• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এমপিদের সতর্ক করতে স্পিকারকে সিইসি’র চিঠি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

ক্ষমতাসীন দলের তিনজন সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সিইসির চিঠি তিনি পেয়েছেন।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনি এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন।

স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের প্রভাব খাটানোর অভিযোগ ওঠার পর সম্প্রতি রাজশাহী-১, নাটোর-৪ ও নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্যদের এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছিল ইসি। সংসদ সদস্যদের প্রভাব খাটানোর বিষয়টি সংসদে তুলে ধরেছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও।

গত রবিবার তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় যেতে নিষেধ করেছেন। নির্বাচন কমিশনের আইন মেনে চলতে হবে। সরকার ও দলের পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চয়তা বিধান করতে হবে।’ তার একদিন বাদেই স্পিকারের কাছে সিইসির চিঠি গেল।

ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খানও চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ