• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শুভেচ্ছা দূত হয়ে বাংলাদেশে এলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে একবার বাংলাদেশে এসেছিলেন তিনি।

সোমবার (১৮ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া-কে অভ্যর্থনা জানান। ক্রাউন ইউএনডিপি-এর শুভেচ্ছা দূত হিসেবে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

এর আগে ইউএনডিপি থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিন্সেস ভিক্টোরিয়ার সফর সঙ্গী হয়ে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ইয়োহান ফরশেলও বাংলাদেশে আসছেন। এ সফরের সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

এছাড়া সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, তরুণ ছাত্র ও উদ্যোক্তা, ব্যবসায়ী নেতারা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

প্রিন্সেস ভিক্টোরিয়ার বাংলাদেশ সফরকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি খুলনার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় কয়রা উপজেলা পরিদর্শনে যাবেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ