• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইউনিয়ন পর্যায়ে কেন্দ্র খুলে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ মে ২০১৯  

ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে পঞ্চগড়ের বোদায় মানববন্ধন হয়েছে। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির আয়াজনে আজ দুপুরে বোদা বাসস্ট্যন্ডে বোদা-পঞ্চগড় মহাসড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম, দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ বর্মণ, বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নরূ ইসলাম, বোদা শাখার সাবেক সভাপতি দীপক কুমার দে, হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা উত্তম কুমার মজুমদার, সাংবাদিক লিহাজউদ্দিন মানিক প্রমুখ। এ সময় কমিউনিষ্ট পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায় থেকে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে হবে। কৃষকের লোকশানের ভূর্তুকি দিতে হবে। না হলে কৃষক বাঁচবেনা। অবিলম্বে কৃষকের ধানের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। 

উল্লেখ্য, পঞ্চগড়ে এখনও ধান ক্রয় শুরু হয়নি। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ