• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রাবার চাষ উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ভারত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪  

বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে প্রাকৃতিক রাবারের। এ চাহিদার কারণে সরকারি পর্যায়ের পাশাপাশি বেসরকারিভাবেও রাবার চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতে রাবারের উন্নত জাত সৃজনে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ভারত থেকে উন্নত জাতের ক্লোনিং রাবারের জাত আনতে আগ্রহী সরকার। 

এরই অংশ হিসেবে রাবার বোর্ডের আমন্ত্রণে দেশে রাবার চাষের প্রক্রিয়া, প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি দেখতে বাংলাদেশে এসেছেন ভারতের প্রতিনিধি দল। ভারতের রাবার বোর্ডের ৫ সদস্যের প্রতিনিধি দল বিএফআইডিসি’র অধীন ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগান, নার্সারি ও রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন। 

এ সময় প্রতিনিধি দলের প্রধান ও ভারতীয় রাবার বোর্ডের নির্বাহী পরিচালক ভাসান তাগেসান বলেন, বাংলাদেশের রাবার চাষ সম্পর্কে ধারণা নিতে এসেছেন। দুই দেশের আবহাওয়াগত মিল থাকলেও রাবার চাষ ও প্রক্রিয়াজাতকরণে পার্থক্য রয়েছে। ফলে রাবারের মানের তারতম্য হচ্ছে। উন্নতজাতের গাছের চাষ হলে রাবার উৎপাদন বাড়বে এবং তা ভালোভাবে প্রক্রিয়াজাত করতে পারলে বিশ্ববাজারে রফতানি করা যাবে। 

এ সময় বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সরওয়ার জাহান, রাবার বোর্ড বিএফআইডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ