• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আবরার হত্যার প্রতিবাদে ভাঙ্গায় মানববন্ধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ভাঙ্গায় মানববন্ধন হয়েছে। তারেক মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভাঙ্গার উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি, পেশার দেড় শতাধিক লোক অংশগ্রহণ করেন। সকল বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষ ভিসি চাই, আবরার হত্যার বিচার চাই, র‌্যাগিংয়ের নামে ছাত্র হয়রানি বন্ধ হোক- দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন শিক্ষার্থীরা। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভাঙ্গা সরকারি কে এম কলেজের সাবেক অধ্যক্ষ ও তারেক মাসুদ ফাউন্ডেশনের সভাপতি মোসায়েদ হোসেন ঢালী, উদিচী শিল্পী গোষ্ঠীর ভাঙ্গা শাখার সভাপতি মিঞা বে-নজীর আহ্মাদ, ভাঙ্গা মহিলা কলেজের শিক্ষক বিকাশ চন্দ্র দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটি ভাঙ্গা শাখার সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাপোলো নওরোজ, ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা সুবাস মন্ডল, কৃষক সমিতির ভাঙ্গা উপজেলা সভাপতি আবু বক্কর, সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র মুস্তাক খান, সংস্কৃতি কর্মী সামিয়া আলম প্রমুখ। 

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমস্ত রকম অন্যায়, অবিচার দূর করতে হবে। শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্রদের দলীয় রাজনীতির লেজুড়বৃত্তি বন্ধ করতে হবে। আবরার হত্যার বিচার নিশ্চিত করতে হবে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ