• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নির্যাতন-হত্যার প্রতিবাদে বরিশালে শিশুদের মানববন্ধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

সুনামগঞ্জের ছয় বছরের শিশু তুহিনের নৃশংস হত্যা এবং দেশব্যাপী শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিশুরা।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদররোডে এ কর্মসূচির আয়োজন করে শিশু সংগঠন খেলাঘর বরিশাল।

খেলাঘর বরিশালের সভাপতি নাজমুল হোসেন আকাশের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তৌসিক আহমেদ রাহাত, খেলাঘরের সভাপতি আহসান উল্লাহ মাইনুল, খেলাঘর বরিশালের সদস্য শহিদুল ইসলাম, কামরুন নাহার, রফিকুল হালিম লাবু, কাজী সেলিনা, জগলুল হায়দার শাহিন, শমসের আলি মিঠু, শুভংকর চক্রবর্তী, নিগার সুলতানা হনুফা প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু সংগঠনের শিশুদের উপস্থিতিতে মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে যেভাবে শিশু নির্যাতন ও ধর্ষণসহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তাতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা চাই বার বার শুধু শিশু নির্যাতন, ধর্ষণ হত্যার বিচারের নতুন নতুন আইন পাশ না করে, আইনের সঠিক বাস্তবায়ন করা হোক।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ