• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

খাদ্য তালিকা থেকে পেঁয়াজ বাদ দিতে আওয়ামী লীগ নেতার কর্মসূচি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

খাদ্য তালিকা থেকে পেঁয়াজ বাদ দিতে প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রামের নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

গতকাল রোববার দুপুরে নগরীর পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জের হামিদউল্লাহ বাজারে ‘পেঁয়াজ ন খাইয়্যুম, পিঁয়াজ ন কিন্যুম’ (পেঁয়াজ খাবো না, পেঁয়াজ কিনবো না) শীর্ষক গণপ্রচারণা কর্মসূচি উদ্বোধন করেন জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক

তিনি বলেন, ‘আপনারা নিত্য ব্যবহার্য উপাদান থেকে এক সপ্তাহের জন্য পেঁয়াজকে বাদ রাখুন। দেখবেন স্বাভাবিকভাবেই পেঁয়াজের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।

খোরশেদ আলম সুজন বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যখনই বাজারে অভিযান পরিচালনা করে তখনই কেবল দাম ক্ষণিকের জন্য কমে। তারা চলে গেলে পুনরায় সিন্ডিকেট মূল্যে পেঁয়াজ বিক্রি হয়। বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, বর্তমানে বাজারে পেঁয়াজের কোনও সংকট নেই। তারপরও একশ্রেণির অর্থলিপ্সু ব্যবসায়ী অহেতুক সিন্ডিকেট কারসাজি করে কৃত্রিম সংকটের মাধ্যমে জনগণের টাকা হাতিয়ে নিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন হাজী মো. ইলিয়াছ, অধ্যক্ষ সুকুমার দত্ত, আবদুর রহমান, সাইদুর রহমান চৌধুরী, মো. নিজাম, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, নগর সৈনিক লীগ আহ্বায়ক শফিউল আজম বাহার, নগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য নুরুল কবির, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লিমন, জানে আলম।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ