• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গার্মেন্টস শ্রমিকদের কঠোর আন্দোলনের হুমকি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

তিনদিনের মধ্যে মজুরিসহ বিভিন্ন দাবির সমাধান না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে জাতীয় গা‌র্মেন্টস শ্র‌মিক ফেডারশ‌ন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গা‌র্মেন্টস শ্র‌মিক ফেডারশ‌নের আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে ওই ফেডারেশনের নেতারা এ হুম‌কি দেন।

মানববন্ধ‌নে বিভিন্ন গার্মেন্টসের প্রতিনিধিরা বক্তব্যে ব‌লেন, গাজীপুরের বাসন থানাধীন গরিব অ্যান্ড গরিব সোয়েটার লিমিটেডের নিটিং সেকশনের তিন মাসের, লিংকিং সেকশনের ১৫০ জনের দু’মাসের বকেয়া বেতন ও বহিরাগত মাস্তানদের হয়রানি বন্ধের এবং নিটিং, লিংকিং সেকশন তিনদি‌নের ম‌ধ্যে খু‌লে না দি‌লে ক‌ঠোর আ‌ন্দোলন যে বাধ্য হ‌বো।

মানববন্ধনে বক্তারা বলেন, গরিব অ্যান্ড গরিব সোয়েটার লিমিটেডের মোট ৩৫০ জন শ্রমিকের তিন মাসের বেতন বাকি থাকায় শ্রমিকরা কারখানার জিএম সাইফুল ইসলামের কাছে যাই। কিন্তু জিএম তাদের ন্যায্য পাওনা না দিয়ে উল্টো বহিরাগত মাস্তান দিয়ে শ্রমিকদের উপর আক্রমণ চালায়। এরপর মাস্তানরা কারখানার প্রবেশপথে অবস্থান করেন। নিটিং ও লিংকিং সেকশন বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকদের উল্টো আইনের ভয় দেখানো হয়। দুই সেকশনের সব শ্রমিক ছাঁটাই করে দেয় গার্মেন্টসটি।

গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভীন, রফিকুল ইসলাম, মো. ফরিদুল ইসলাম, মো. সোহেল, এরশাদ প্রমুখ।

সংহতি বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ