• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ইউপি মেম্বরের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

গোপালগঞ্জে বঞ্চিত জনগোষ্ঠির কাছ থেকে প্রায় ৬ লাখ হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ হান্নান শিকদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের ২২টি বঞ্চিত পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওই মেম্বরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে তিনি ব্যবস্থা গ্রহণের জন্য ১৮ ডিসেম্বর দু’ পক্ষকে নোটিশ দিয়ে শুনানির দিন ধার্য করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ফুকরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ হান্নান শিকদার তার ওয়ার্ডের অর্ধশত হতদরিদ্র ও বঞ্চিত পরিবারকে ভিজিডি কার্ড, বিধবা ভাভা, বয়স্ক ভাতা, সরকারি ঘর ও গভীর নলকূপ দেওয়ার কথা বলে কমপক্ষে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সুবিধা বঞ্চিত এসব পরিবরের সদস্যরা দিনের পর দিন ওই ইউপি সদস্যর কাছে ধরনা দিয়ে ভিজিডি কার্ড, বিধবা ভাভা, বয়স্ক ভাতা, গর্ভকালীন ভাতা, সরকারি ঘর ও গভীর নলকূপ পাননি। পরে তারা টাকা ফেরত চান। এতে ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে উল্টো তাদের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্য মোঃ হান্নান শিকদার হতদরিদ্র পরিবারের কাছ থেকে বিপুল পরিমান টাকা আদায়ের কথা অস্বীকার করে বলেন, আমি ঘরের জন্য এক অফিসে ৮১ হাজার টাকা দিয়েছিলাম। এ টাকা গচ্ছা গেছে। আমি এটি কাউকে বলতে পারছি না। এছাড়া ভিজিডি কার্ড, বিধবা ভাভা, বয়স্ক ভাতা, ও গভীর নলকূপের টাকা আমি ফেরত দিয়ে দেব।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ইউপি সদস্য মোঃ হান্নান শিকদার ও প্রতারণার শিকার পরিবারগুলোকে আগামী ১৮ ডিসেম্বর আমার কার্যলয়ে শুনানির জন্য নোটিশ দিয়েছি। দু’ পক্ষের কথা শুনে বিধি আনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ