• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জের সাহাপুরে সংগঠনের উদ্যোগে গীতা স্কুল চালিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের  ঘোষাল কান্দি গ্রামে অবস্থিত শ্রী শ্রী গনেশ পাগল সেবাশ্রম আঙ্গিনায় গীতা স্কুল চালিত হয়েছে।

আজ (৮ এপ্রিল) শনিবার সকাল ৯ টায় ঘোষাল কান্দি গ্রামে অবস্থিত স্বপ্নসিঁড়ি সামাজিক সংগঠনের উদ্যোগে সপ্তাহে দুই দিন(শুক্র ও শনিবার) সনাতন ধর্মীয় শিক্ষা কার্যক্রমে শ্রীমদভ্গবদ গীতা স্কুল চালিত হয়। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থীরা গীতা স্কুলে আসেন ধর্মীয় শিক্ষা নিতে।

স্বপ্নসিঁড়ি সামাজিক সংগঠনের সভাপতি সোহাগ বিশ্বাস বলেন, স্বপ্ন দেখব স্বপ্ন দখোব” এই স্লোগানকে সামনে রেখে ২০২২ সাল থেকে আমাদের সংগঠনের ২১জন সদস্যদের উদ্যোগে সনাতনী পাঠশালা গীতা শিক্ষা নামে  একটা  ধর্মীয় শিক্ষা পাঠশালার কার্যক্রম শুরুকরি।

শুরু থেকেই আমাদের সংগঠনের নিজস্ব অর্থায়নে প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে সনাতনী ধর্মীয় বই খাতা ও শিক্ষার উপকরণ দিয়েছে আসছি। আমাদের গীতা স্কুলে সপ্তাহে শুক্র ও শনিবার দুই দিন ধর্মীয় শিক্ষা দেয়া হয়। এখানে দুজন সনাতনধর্মীয় পন্ডিত দ্বারা শুক্রবার বড়দের ব্যাজ  এবং শনিবার ছোটদের ব্যাজ পড়ানো হয়। এখানে মাসে একদিন প্রসাদের ব্যবস্থা করা হয়। আমার একটাই অনুরোধ আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা যেন আমাদের গীতা স্কুলটার প্রতি দৃষ্টি রাখেন এবং শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার দিতে উৎসাহ দিয়ে থাকেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ