• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কাশিয়ানীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময়ে একটি মাদক নির্মুল কমিটি গঠন করা হয়।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) সাজাইল ইউনিয়নের সাজাইল তিন রাস্তার মোড়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

মাদক নির্মূলে গ্রামবাসীর উদ্দোগে এবং এলাকাবাসীর অনুরোধে ২০ সদস্য বিশিষ্ট একটি মাদক নিরোধ কমিটি গঠন করা হয়। ইঞ্জিনিয়ার মোঃ শাহিনুজ্জামান শাহিন সরদারকে সভাপতি গাজী আমার খসরু কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, সাজাইল গ্রাম একটি ছোট গ্রাম, মাদক সেবী এবং মাদক বিক্রেতা শুধুমাত্র সাজাইল গ্রামের নয়। সারা দেশে বেড়ে গেছে। সেই সুবাদে আশেপাশের অন্যান্য বড় গ্রামের কতিপয় মাদক সেবী এবং মাদক বিক্রেতা এখানে মাদক লেনদেন করে। যার ফলে আমাদের গ্রামের সুনাম নষ্ট হচ্ছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম বলেন, মাদকের বিরুদ্ধে কাশিয়ানী থানা পুলিশ জিরো টলারেন্স ভুমিকা পালন করছে। সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করছি । এছাড়াও সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের কোমলমতী ছাত্রীদের কতিপয় বখাটে কতৃক ইভটিজিং করার অভিযোগ পাচ্ছি এ ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সমাবেশে রাখেন, নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার শাহিনুজ্জামান শাহিন সরদার, নির্বাচিত সাধারন সম্পাদক গাজী আমির খসরু , চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম চেয়ারম্যান সাজাইল ইউনিয়ন পরিষদ সদস্য মো : সাহেব আলী মোল্যা , শেখ বিপ্লব মাহমুদ প্রমুখ বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিগন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ