• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর সমাধিসৌধে বিজ্ঞানওপ্রযুক্তি মন্ত্রণালয়েরসচিবের শ্রদ্ধা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আলী হোসেন।
তিনি বেলা ১১টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তিনি বেদির পাশে কিছুক্ষণ নিরবে দাঁডিয়ে  থেকে বিনম্র সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের কালরাতে ঘাতকের বুলেটে শাহাদতবরণকারী ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও  মোনাজাতে অংশ নেন ।
প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের উন্নয়ন অগ্রযাত্রা  এবং সমৃদ্ধির জন্য।
পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ সহিদুল হক পাটোয়রী, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ আল মামুন, টু্ঙ্িগপাড়া থানা অফিসার ইনচার্জ  এস এম কামরুজ্জামান সহ বিভিন্ন দপ্তর ও পুলিশের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ