• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে টর্নেডোর তান্ডব

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩  

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর তান্ডবে প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে টর্নেডো আঘাত হানে।
মাত্র কয়েক সেকেন্ডের টর্নেডোর আঘাতে বাজারের দোকানপাট ও মন্দির লন্ডভন্ড হয়ে যায়, ভেঙে যায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।
ভাটিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (হারুন) কাজী জানান, টর্নেডো প্রবলগতিতে আঘাত হানে। কয়েক সেকেন্ড স্থায়ী টর্নেডোর তান্ডবে বাজারের প্রায় ২০-২৫টি দোকানঘর ও একটি মন্দির লন্ডভন্ড হয়ে যায়। নষ্ট হয়ে গেছে দোকানের মালামাল। উড়ে গেছে বিভিন্ন দোকানপাটের সাইনবোর্ড। উপড়ে গেছে বহু সংখ্যক গাছ-পালা। ভেঙে পড়েছে বৈদ্যুতিক বিদ্যুৎ খুঁটি। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।  ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
হোটেল ব্যবসায়ী মনির ফকির (৫০) বলেন, হঠাৎ দেখি আকাশ কালো মেঘে ডেকে বাতাস শুরু হয়। মূহুর্তের মধ্যে কিছু বুঝে ওঠার আগে আমার দোকানের চাল উড়িয়ে নিয়ে যায়। ভয়ে দৌড়ে পাশের দোকানে আশ্রয় নেই।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান  বলেন, ‘ঝড়ের তান্ডবে ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ