• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনের চেক পেলেন ১০ জন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩  

গোপালগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনের চেক পেয়েছেন ১০ জন। বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকরে সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টায়  ভিক্ষুক পুনর্বাসনের চেক বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ভিক্ষুক পুনর্বাসনের চেক বিতরণ করেন।  
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী প্রমুখ বক্তব্য রাখেন।  
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ বলেন,  বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জন ভিক্ষুকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এ টাকা দিয়ে তারা চায়ের দোকান বা ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করবেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ