• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কাশিয়ানীতে স্থানীয় ইউ.পি চেয়ারম্যান লাঞ্ছিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪  

গোপালগঞ্জের কাশিয়ানীতে হোল্ডিং ট্যাক্সের টাকা তোলা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মিয়া লুথু লাঞ্ছিত হয়েছেন। এ সময় দুই মেম্বার ও এক নারী মেম্বারের স্বামী চেয়ারম্যানকে মারপিট করে পরিষদে তার কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে চেয়ার‌ম্যান বিষয়টি পুলিশে জানালে পুলিশ ও র‌্যাব এসে তাকে উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ মঙ্গলবার(০৯ জানুয়ারী) দুপুরে স্থানীয় মেম্বার আলীম মোল্লা, মিজান ফকির ও নারী মেম্বর (৪,৫,৬) রাজিয়া বেগমের স্বামী হাবিব ফকির হোল্ডিং ট্যাক্সের টাকা উত্তোলনের বিষয় নিয়ে মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লুথুর কাছে আসেন।

এ নিয়ে দুই মেম্বার ও নারী মেম্বারের স্বামী চেয়ারম্যানের সাথে বাকবিতন্ডায় জড়ান। এর এক পর‌্যায়ে চেয়ারম্যান তাদের গালিগালাজ করেন এবং নারী মেম্বারের স্বামী হাবিব ফকিরকে লাথি মারেন। তখন ওই দুই মেম্বার মিজান ফকির, আলীম মোল্লা ও নারী মেম্বারের স্বামী হাবিব ফকির চেয়ারম্যানকে মারপিট করে তার রুমে তালাবদ্ধ করে রাখেন।

মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মিয়া লুথু অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। উভয়পক্ষে এ নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ