• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বৈঠকেই সীমাবদ্ধ ছিল আওয়ামী লীগের উপ-কমিটিগুলো

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  

আওয়ামী লীগের ১৭টি কেন্দ্রীয় উপ-কমিটির মধ্যে মাঠে সরব ছিল হাতে গোনা কয়েকটি, আর বেশিরভাগ সদস্যই নিস্ক্রিয়।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ১৯টি সম্পাদকীয় পদের বিপরীতে ১৯টি উপ-কমিটি করার কথা থাকলেও পূর্ণাঙ্গ উপ-কমিটি ছিল ১৭টি। গত দুই বছরে নানা কার্যক্রম নিয়ে মাঠে সরব ছিল হাতে গোনা কয়েকটি কমিটি। কার্যক্রম থাকলেও বিশাল আকারের এসব উপ-কমিটির অনেক সদস্যই ছিলেন নিষ্ক্রিয়। আর ঘরোয়া বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ ছিল বেশিরভাগ উপ-কমিটির কার্যক্রম।

২০১৭ সালের ২৫শে মে আওয়ামী লীগের ১৭টি সম্পাদকীয় বিভাগের উপ-কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়। ২০১৮ এর শুরুতে এসব উপ-কমিটি পূর্ণাঙ্গ হয়। সে সময় সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে সেগুলোর সহ সম্পাদকের পদ বাদ দেয়া হয়। ১৭টি উপকমিটি দাঁড়ায় বিশাল আকারের। তবে, শ্রম ও জনশক্তি এবং যুব ও ক্রীড়া উপ-কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়নি।

সারাবছরই সভা-সেমিনার ও নিজ নিজ বিষয়ভিত্তিক নানা কার্যক্রম নিয়ে কয়েকটি উপ-কমিটির সম্পাদকেরা সরব ছিলেন মাঠে।

আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, 'বন্যা, শৈত্যপ্রবাহ এবং প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়া যারা ছিন্নমূল এবং বিভিন্ন পার্কে বা সড়কের পাশে ঘুমাত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।'

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, 'বাংলাদেশের পরিবেশ, নদী, বন এবং শহর নিয়ে তরুণদের কি করণীয় এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের কি করণীয় এসব বিষয় নিয়ে সারা দেশে সভা সেমিনার করা হয়েছে।'

সভা-সেমিনারের পাশাপাশি তৃণমুলের কর্মীদের সম্পৃক্ত করে কার্যক্রম চালিয়েছেন কয়েকজন সম্পাদক।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন জানান, জেলা-উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকদের আমাদের সভায় আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটা ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। এছাড়া, বিভিন্ন সময়ে গুজব তৈরি হচ্ছে কি না তাও তারা পর্যবেক্ষণে রাখা হয়।

আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, 'সভা সেমিনার করা, বই প্রকাশ করা, ওয়ার্কশপ করা হয়েছে। এছাড়া, তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্যদের ঢাকা ডেকে এনে সিআরআইয়ের মাধ্যমে ওয়ার্কশপ করা হয়েছে।'

কেন্দ্রীয় নেতারা বলছেন, দলে নেতৃত্বের প্রতিযোগিতায় টিকতে হলে 'ভালো পারফরমেন্স' বিবেচনায় আসবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, 'নেতাদের বাদ পড়ার কারণ হবে যাদের পারফরমেন্স আপডুডেট না অথবা যে শুদ্ধি অভিযান চলছে সেখানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে যাদের নাম আসছে তারা বাদ যাবেন। আমাদের চেষ্টা থাকবে কেন্দ্রীয় কমিটিতে যোগ্য ব্যক্তিদের স্থান দেয়া।'

এবারের কমিটিতে নানা সম্পাদকীয় পদে তরুণদের প্রাধান্য বেশি থাকবে বলেই মনে করেন নেতারা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ