• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অসমাপ্ত সম্মেলন সম্পন্ন করতে তৎপরতা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

আওয়ামী লীগের ৭৩টি সাংগঠনিক জেলার মধ্যে ৪৪টিতে এখনো সম্মেলন হয়নি। এসব জেলাকে আগামী ৬ই মার্চের মধ্যে সম্মেলন করতে বলা হয়েছে।তবে সাংগঠনিক সম্পাদকেরা বলছেন, সম্মেলন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বাকী জেলাগুলোর সম্মেলন শেষ করতে এপ্রিল মাস পর্যন্ত সময় লাগবে।গেলো ডিসেম্বরে আওয়ামী লীগের ২১তম কেন্দ্রীয় সম্মেলনের আগে তড়িঘড়ি করে সম্পন্ন হয় ২৯টি সাংগঠনিক জেলার সম্মেলন। কেন্দ্রীয় সম্মেলনের পর পর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যস্ততার কারণে বন্ধ থাকে তৃণমুলে সাংগঠনিক তৎপরতা। তবে আবারো দলীয় সভাপতির নির্দেশে অসমাপ্ত সম্মেলন সম্পন্ন করতে তৎপর হয়ে উঠেছে দলের হাইকমাণ্ড।

আগামী ৬ই মার্চের মধ্যে মেয়াদোর্ত্তীণ সাংগঠনিক উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিটগুলোর সম্মেলন সম্পন্ন করতে চিঠি পাঠানো হয়েছে।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, "৬ই মার্চ পর্যন্ত আমাদের সময়। এরই মধ্যে আমরা চেষ্টা করছি তৃণমূলের সম্মেলন গুলো গুছিয়ে এনে জেলা সম্মেলন করতে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা,জেলা, তারপর জেলা সম্মেলন। এ ধারাবাহিকতা রক্ষা করে সংগঠনে তৃণমূলকে গুছিয়েই আমরা সম্মেলন করবো।"সাংগঠনিক সম্পাদকেরা বলছেন, ৬ই মার্চের মধ্যে তৃণমুলের সব জেলায় সম্মেলন সম্পন্ন করা সম্ভব হবে না। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, "আমরা বিশেষ প্রতিনিধি সভা করবো। সেখানে আমরা আলোচনা কক্রবো এবং কোথায় কি বাকি আছে, তা নির্ধারণ করে আমরা আমাদের কাউন্সিলের কাজ টা শুরু করবো। মার্চ মাসে না হলেও এপ্রিল-মে’র মধ্যে আমরা সব সম্মেলন করতে পারবো।"এরইমধ্যে রাজশাহী ও সিলেট বিভাগে সাংগঠনিক সফর শেষ করেছেন আওয়ামী লীগ নেতারা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ