• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সফলকাম হতে যে নির্দেশ দিলেন আল্লাহ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন স্থানে নিজেকে ধৈর্যশীল ও পরম সহিষ্ণু হিসেবে পরিচয় দিয়েছেন এবং তার ঈমানদার বান্দাদেরকেও ধৈর্যশীল হতে বলেছেন; যাতে তারা সফলকাম হতে পারে।

আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন-  یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا اصۡبِرُوۡا وَ صَابِرُوۡا وَ رَابِطُوۡا ۟ وَ اتَّقُوا اللّٰهَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ

উচ্চারণ: ‘ইয়াআইয়ুহাল্লাযীনা আ-মানুসবিরু ওয়া সা-বিরু ওয়া রা-বিতূ ওয়াত্তাকুল্লা-হা লা‘আল্লাকুম তুফলিহুন’।

অর্থ: ‘হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ কর। ধৈর্য ধারণে প্রতিযোগিতা কর এবং (শত্রুর বিপক্ষে) সদা প্রস্তুত থাক; আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হতে পার’। (সূরা: আলে ইমরান, আয়াত: ২০০)

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ