• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

স্বদেশী ম্যাকগ্রাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড স্টার্কের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ জুলাই ২০১৯  

স্বদেশী গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন মিচেল স্টার্ক। চলতি বিশ্বকাপে ২৭ উইকেট শিকার করেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জনি বেয়ারস্টোকে আউট করে এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তি গড়েন এই স্পিডস্টার।

এর আগে ২০০৭ বিশ্বকাপে ২৬ উইকেট নিয়ে সবার উপরে ছিলাম অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার ম্যাকগ্রা। ৩ বিশ্বকাপের পরই সেই রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক।

এক আসরে সর্বাধিক উইকেট নেয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার পেসার চামিন্দা ভাস। ২০০৩ বিশ্বকাপে ২৩ উইকেট শিকার করেন তিনি।

ভাসের সমান উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন তারই স্বদেশী মুত্তিয়া মুরালিধরন। ২০০৭ বিশ্বকাপে এই কৃতিত্ব দেখান তিনি।

লংকান কিংবদন্তির সমানসংখ্যক উইকেট নিয়ে পঞ্চম অজি পেসার শন টেইট। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেই সেই নজির স্থাপন করেন তিনি।

উল্লেখ্য, ভাস, মুরালিধরন ও টেইটের উইকেট সংখ্যা সমান ২৩টি করে হলেও ম্যাচ সংখ্যা, বোলিং গড়, ইকোনমি রেট আমলে নিয়ে ক্রমধারা নির্ধারণ করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ