• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

স্বপ্নপূরণ থেকে একধাপ দূরে দাঁড়িয়ে আছি : বেলিস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থেকেই এবারের বিশ্বকাপ শুরু করায় টুর্নামেন্টের সবচেয়ে বড় দাবিদার ছিল ইংল্যান্ড। এ ছাড়াও ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় তাদের নামের পাশে যোগ হয় 'হট ফেবারিট' তকমা। ইংল্যান্ড দলেরও লক্ষ্য ছিল শিরোপাটা ঘরেই রেখে দেয়া।

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে যাওয়ায় সেই লক্ষ্য থেকে আর একধাপ দূরে এখন ইংলিশদের অবস্থান। আর ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠায় এখন যেকোনো মূল্যেই বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর মরগ্যান বাহিনী।

 

তবে বিশ্বকাপের ফাইনালের আগেই কি আনন্দের উপলক্ষ পেয়ে গেছে থ্রি-লায়ন্সরা? চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠা, ইংলিশদের কাছে এর চেয়ে আনন্দের বিষয় আর কি-ই বা হতে পারে? তাই তাদের মধ্যে উচ্ছ্বাস বেশি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়!

২০১৫ বিশ্বকাপে পর ইংল্যান্ডকে খোলনচলে বদলে দেয়া কোচ ট্রেভর বেলিসও জানেন ক্রিকেটারদের উচ্ছ্বাসের কথা। তবে আপাতত তিনি তার ছাত্রদের মনযোগী হতে বললেন ফাইনালকে নিয়েই, 'বাইরে আমাদের নিয়ে আলোচনা হচ্ছে না সমালোচনা সেদিকে কান দেয়ার দরকার নেই। আমাদের এখনো কাজ বাকি আছে।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে বড় জয় তুলে নেয়ার পর ড্রেসিংরুমের অবস্থা জানাতে গিয়ে এই অস্ট্রেলিয়ান বলেন, 'ম্যাচ শেষে আমরা সেখানে সবাই মিলে আলোচনা করেছি। আমরা উপলব্ধি করেছি, এখনো কিছুই জিতিনি আমরা। ফাইনাল ম্যাচ নিয়ে আশাপাশে অনেক বেশি হইচই হচ্ছে। তবে আমি ওদের বলেছি, তোমরাই ফেবারিট। '

'গত ৪ বছরে আমরা যেভাবে ক্রিকেট খেলে এসেছি সেভাবেই খেলার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের তৈরি করা প্রক্রিয়ায় আমাদের খেলে যেতে হবে। যদি আমরা তা করতে পারি তবে আমরা ভালো খেলবো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আমরা যদি ভালো খেলি তবে আমাদেরকে হারাতে হলে প্রতিপক্ষকে আমাদের চেয়েও ভালো খেলতে হবে।'- বলেন ২০১১ বিশ্বকাপ শ্রীলঙ্কা দলকেও ফাইনালে তোলা এই কোচ।

শেষ বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশাবাদী বেলিস বলেন, 'আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। কিন্তু আমরা এরকম উঁচুতে ছিলাম না। চার বছর আগে, বিশ্বকাপ শেষে ইংল্যান্ডের অবস্থা ভালো ছিল না। আমরা ২০১৯ বিশ্বকাপ জেতার জন্য পরিকল্পনা করেছিলাম। এখন ভালো লাগছে যে, আমরা সেই পরিকল্পনা সার্থক করার আর একধাপ দূরে দাঁড়িয়ে আছি।'

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ