• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সাংসদদের বিশ্বকাপে রানার্স-আপ বাংলাদেশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

সাংসদদের বিশ্বকাপে ভালোই খেলেছেন বাংলাদেশের সাংসদরা। অপরাজিত থেকে আন্তঃসংসদীয় (ইন্টার পার্লামেন্টারি) বিশ্বকাপের ফাইনালে ওঠে বাংলাদেশ থেকে যাওয়া দল। তবে ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হলেন তারা।

টুর্নামেন্টে ভালো খেলা বাংলাদেশের সাংসদদের আক্ষেপ তারা পাকিস্তানের বিপক্ষে হেরেছেন। শুরুতে ব্যাট করা বাংলাদেশ ৯ উইকেটের বড় ব্যবধানে হারে। তবে সাংসদদের বিশ্বকাপের প্রথম আসরে রানার্স-আপ হওয়া নাঈমুর রহমান দুর্জয়ের দলের জন্য কম কৃতিত্বের নয়।

শুক্রবার বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ডের ব্যাকেনহ্যাম কাউন্টি গ্রাউন্ডে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১০৪ রান। অল্প রানের পুঁজি নিয়ে সাংসদ শেখ তন্ময়, আয়েন উদ্দিনরা পাকিস্তানকে থামাতে পারেননি।

পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল ৮ ওভারেই রান তুলে ফেলে। বাংলাদেশ তাদের মাত্র একটি উইকেট নিতে পারে। ফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলেও, গ্রুপ পর্বে ১২ রানে পাকিস্তানকে হারায় বাংলাদেশ।

আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামলেও ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর্দা এখনও নামেনি। রোববার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। টুর্নামেন্টে অংশ নেয়া অন্য দলের সঙ্গে লর্ডসে বসে ফাইনাল দেখবেন তারা। তাদের সঙ্গে ফাইনাল ম্যাচ উপভোগ করবেন থেরেসা মে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ