• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চট্টগ্রামের বিপক্ষে লড়াইয়ের পুঁজি রংপুরের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

টস হেরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৫৮ রানের টার্গেট দিয়েছে রংপুর রেঞ্জার্স। ২০ ওভার শেষে রংপুর রেঞ্জার্সের সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ১৫৭ রান। মোহাম্মদ নাঈমের ৫৪ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করেই লড়াকু পুজি পায় রংপুর। 

ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে শনিবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম ম্যাচে মাঠে ফিরেই রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহর এ সিদ্ধান্ত দলের জন্য তেমন সুফল বয়ে আনতে পারেনি। ওপেনার মোহাম্মদ নাঈমকে চার-ছক্কা থেকে বিরত রাখতে পারেননি চট্টগ্রামের বোলাররা। মোহাম্মদ শেহজাদ ও টম অ্যাবলকেকে নিয়ে ঝড়ো গতিতে রান তোলায় ব্যস্ত থাকে রংপুর। তবে শেষের দিকে নাঈমের ক্যাচ আউট পরপর ২টি রান আউট গতি কমিয়ে দেয় রংপুরের। ফলে ২০ ওভার শেষে বড় রানের টার্গেট দাড়িয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য। বল হাতে চট্টগ্রামের হয়ে ২ উইকেট নিয়েছেন উইলিয়াম। ১টি করে উইকেট পেয়েছেন মাহমুদউল্লাহ, রুবেল ও নাসির।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, চ্যাডউইক ওয়ালটন, ইমরুল কায়েস, রায়ান বার্ল, নাসির হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, কেসরিক উইলিয়ামস, মুক্তার আলী ও মেহেদী হাসান রানা।
রংপুর রেঞ্জার্স একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, জহুরুল ইসলাম অমি, লুইস গ্রেগরি, টম অ্যাবল, নাদিফ চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ