• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আয়াক্সের তারুণ্যের সামনে রিয়াল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

চ্যাম্পিয়নস লিগে গত তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ইতিহাস, ঐতিহ্য, বর্তমান শক্তি- যে কোনো বিচারে আয়াক্স আমস্টারডাম থেকে যোগন এগিয়ে রিয়াল মাদ্রিদ। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর রিয়ালের অবস্থা এ মৌসুমে বেশ নাজুক হয়ে পড়ে। ওদিকে আয়াক্স পেয়ে গেছে বেশ কিছু প্রতিভার সন্ধান। তারা বুধবার রাতে সোলারির রিয়ালকে বিপাকে ফেলতে চাইবেন।  

আমস্টারডামের ইয়োহান ক্রুয়েফ অ্যারেনায় ফ্রাঙ্ক ডি জং ও ম্যাথিয়াস ডি লিটের নেতৃত্বে রিয়ালকে ভড়কে দেওয়ার অপেক্ষায় রয়েছেন ডনি ফন ডি বেক, আন্দ্রে ওনানা ও ক্যাসপার ডলবার্গের মতো উঠতি তরুণরা। তবে তারুণ্যের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণেই কি-না, আয়াক্সের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতায়। যেদিন প্রতিভার আলো জ্বলে সেদিন প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয় তারা। কিন্তু বিবর্ণ দিনে, দল পড়ে মুখ থুবড়ে। 

ডি জংয়ের নেতৃত্বে রিয়ালকে হারানোর লড়াইয়ে নামবে আয়াক্স। 

এই যেমন দুই সপ্তাহ আগে চিরপ্রতিদ্বন্দ্বী ফেনুয়ার্দের বিপক্ষে ৬-২ গোলে বিধ্বস্ত হয়েছিল আয়াক্স। আবার গত সপ্তাহে ভেলনোকে ৬-০ গোলে উড়িয়ে দেয় ওই তরুণরা। পারফরম্যান্সের এমন উত্থান-পতন অবাক করে আয়াক্স অধিনায়ক ডি লিটকে। তবে বুধবারের ম্যাচে বল রাখছেন তাদের কোর্টেই, 'বুধবার আমরা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি, যাদের জন্য আমাদের অনেকেই দীর্ঘদিন অপেক্ষায় রয়েছে।'

ডাচ লিগে শীর্ষস্থানে থাকা পিএসভির চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে আয়াক্স। তাই বেশ সমালোচনার মুখে আছেন ক্লাবের কোচ। রিয়ালের বিপক্ষে ভালো কিছু করতে পারলে সে সমালোচনা থেকে রক্ষা পেতে পারেন তিনি।

রিয়াল মাদ্রিদও ভরসা করছেন তারুণ্যের ওপর। যার অগ্রভাগে থাকবেন ভিনিসিয়াস। গত সপ্তাহে মাদ্রিদ ডার্বি জয়ের অন্যতম নায়ক ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তরুণ। সোলারির অন্যতম তুরুপের তাস তিনি। চ্যাম্পিয়নস লিগে মাত্র একটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। তবে এ ম্যাচে রিয়ালের হয়ে শুরুতে তার খেলা অনেকটাই নিশ্চিত। সঙ্গে রিয়ালের সিনিয়ররাও পারফর্ম করছেন। গ্যারেথ বেল ও বেনজেমা-ভাসকেস কিংবা রামোসদের নিয়ে চ্যাম্পিয়নস লিগের সেরা দল তারাই আবার তা প্রমাণের পালা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ