• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

হৃদয়ে মুগ্ধ শান্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে এক সঙ্গে জুটি গড়ে বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছেন। এমনকি দলকে বিপিএলের ফাইনালে টেনে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা। বলা হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও সদ্য অভিষিক্ত তৌহিদ হৃদয়ের কথা।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয়ের কারিগরও ছিল এই জুটি। ইংল্যান্ডকে হারানোর ম্যাচে জয়ের নায়ক শান্ত হলেও আত্মবিশ্বাসী ও সাবলীল ব্যাটিংয়ে নজর কেড়েছেন হৃদয়। 

হৃদয়ের ইতিবাচক মানসিকতা, আত্মবিশ্বাস ও সাবলীল ভঙ্গিতে মুগ্ধ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হৃদয় যেভাবে ব্যাটিং করেছে, সেটা দেখেই আমি আত্মবিশ্বাস পেয়েছি।

শান্ত আরো বলেন, এরকম একটা বড় দলের বিপক্ষে তাকে দেখে কখনো নার্ভাস মনে হয়নি। আমাদের ওই আত্মবিশ্বাসটা ছিল। কারণ বিপিএলে আমাদের কিছু বড় বড় জুটি ছিল। যখন ও এভাবে শুরু করেছে, আমরা শুধু স্বাভাবিক ব্যাটিং করছিলাম।

টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৩০ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শান্ত। অপরপ্রান্তে অভিষেক ম্যাচেই ১৭ বলে ২৪ রান করেন তৌহিদ হৃদয়।

সাগরিকার পাড়ে ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ে সূচনা এনে দেয় টাইগারদের উদ্বোধনী জুটি লিটন দাস ও রনি তালুকদার। তবে এই দু’জনের বিদায়ের পর দল খানিকটা চাপে পড়ে। কিন্তু শান্ত ও হৃদয় জুটির বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সাকিবের দল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ