• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পদ্মা সেতুর ২৮তম স্প্যান বসবে শনিবার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

করোনা আঙ্কের মধ্যেই পদ্মা সেতুতে ২৮তম স্প্যান বসানো হবে আগামীকাল শনিবার। এর মাধ্যমে সেতুর ৪ হাজার ২০০ মিটার দৃশ্যমান হচ্ছে।

অনুকূল আবহাওয়া ও কারিগরি কোন জটিলতা দেখা না দিলে সেতুর ২০ ও ২১ নম্বর পিলারে ‘৪-বি’ স্প্যানটি বসানো হবে। পিলার দুইটির অবস্থান মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারিপুরে শিবচর এলাকায়।

সকাল ৮টায় শুরু হবে স্প্যান বসানোর কার্যক্রম। আর এ জন্য আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে আসা হয়েছে। ২৭তম স্প্যান বসানোর ঠিক ১৪ দিনের মাথায় বসতে যাচ্ছে ২৮তম স্প্যানটি। মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রকৌশলী সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে ২৯নম্বর স্প্যান বসানোর পরিকল্পনা আছে প্রকৌশলীদের।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ